Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

মা ,শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ইউনিটের প্রদত্ত সেবা সমূহ

(বিনা মুল্যে প্রদত্ত)

 

 

ক) মা ওশিশু স্বাস্থ্য সেবা

v         গর্ভবতী সেবা

v        গর্ভত্তোর সেবা

v        এম,আর, সেবা

v        নবজাতকের সেবা

v        ৫ বছরের কম বয়সী শিশুর সেবা

v        প্রজন্নতন্ত্র /  যৌবাহিত বাহিত রোগের সেবা

v        এ, আর, আই

 

খ) পরিবার পরিকল্পনা সেবা

v         পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ

v        খাবার বড়ি

v        গর্ভ নিরোধক ইনজেকশন

v        আই,ইউ,ডি/ কপারটি

v        ইমপ্লান্ট

v        এন,এস,ভি/ ভেসেকটমি (স্থায়ী পদ্ধতি পুরুষ)

v        টিউবেকটমি ((স্থায়ী পদ্ধতি মহিলা)

v        জরুরী জন্মনিরোধক বড়ি (ইসিপি)

 

গ) পরিবার পরিকল্পনা কার্যক্রমের সরকার গ্রহিতাকে নিম্ন লিখিত সুবিধা দিয়ে থাকে।

Ø        আই,ইউ,ডি/ কপারটির ক্ষেত্রে =৩৯০টাকা ( ১৫০+৮০+৮০+৮০)।

Ø        ইমপ্লান্ট এর ক্ষেত্রে             =৩৬০টাকা ( ১৫০+৭০+৭০+৭০)।

Ø        (স্থায়ী পদ্ধতি পুরুষ) এর ক্ষেত্রে=২০০০টাকা ও একটি লুঙ্গী ।

Ø        (স্থায়ী পদ্ধতি মহিলা) এর ক্ষেত্রে=২০০০টাকা ও একটি শাড়ী।

ঘ) অন্যান্য সেবাঃ-

¨        সাধারণ রোগীর সেবা

¨        বয়স সন্ধিকালীন সেবা

¨        স্বাস্থ্য শিক্ষা সেবা

ঙ) প্রয়োজনে যে কোন রোগীকে উচ্চতর সেবা কেন্দ্রে প্রেরন।

 

চ) মুল্য প্রদান সাপেক্ষে পরিবার পরিকল্পনা সেবাঃ

Þ         কনডম -১ ডজন এক টাকা বিশ পয়সা