Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পরিবার পরিকল্পনা অধিদপ্তর

পরিবার পরিকল্পনা অধিদপ্তর হচ্ছে বাংলাদেশের ঢাকায় অবস্থিত একটি সরকারি সংস্থা যা পরিবার পরিকল্পনা বিষয়ে কাজ করে। জনসংখ্যার হার বৃদ্ধি নিয়ন্ত্রণে সহায়তার লক্ষে এই অধিদপ্তরটি ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসমূহ পরিচালনা করে থাকে।

 ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগে কাজের সময় অধ্যাপক হুমায়রা সায়ীদ লক্ষ করেন যে কম বয়সী মেয়েরা মা হয়ে প্রসবসেবা নিতে আসে, অনেক মা বারবার সন্তান নেন। মাতৃস্বাস্থ্য, মাতৃমৃত্যু, শিশুমৃত্যু, শিশুস্বাস্থ্য এবং জনসংখ্যা বৃদ্ধির বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে হুমায়রা সায়ীদ কয়েকজন বিশিষ্ট সমাজসেবীকে সঙ্গে নিয়ে ১৯৫৩ সালে পাকিস্তান পরিবার পরিকল্পনা সমিতি গড়ে তোলেন। সমিতি গড়ে তোলার উদ্দেশ্য ছিল দুটি। প্রথমত, মাতৃ ও শিশু স্বাস্থ্য উন্নয়নে ছোট পরিবার ও পরিকল্পিত পরিবারের ধ্যানধারণাকে জনপ্রিয় করা, এসব বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও সামগ্রী সরবরাহ করা। দ্বিতীয়ত, জাতীয় পর্যায়ে নীতিনির্ধারক ও জনপ্রতিনিধিদের বিষয়টি জানানো, যেন সরকার নীতি প্রণয়ন ও তা বাস্তবায়ন করে। 

সরকার ১৯৬০ সালে সীমিত আকারে এবং ১৯৬৫ সালে সারা দেশে জাতীয় পরিবার পরিকল্পনা কার্যক্রম শুরু করে।